রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে কখনও কখনও আমাদের মনে প্রশ্ন জাগে, কবি গানটি কবে কোথায় লিখেছিলেন, রচনার পিছনে কি কোনও বিশেষ কারণ ছিল, কোনও ঘটনার অভিঘাত কি কবিমনকে অালোড়িত করেছিল? আবার এও জানতে ইচ্ছা করে গানের স্বরলিপিটি কে করেছেন, কোন সেই সুর যা গানের কথাগুলিকে প্রাণবন্ত করে আমাদের মরমে দোলা দিয়ে যায়? অর্থাৎ গানের প্রেক্ষাপট বা রচনার ইতিহাসটি জানতে আমরা অনেকেই উদগ্রীব হয়ে থাকি। ‘রবীন্দ্রগানের অন্তরালে’ গ্রন্থে এমনই দুই শতাধিক রবীন্দ্রসংগীতকে কেন্দ্র করে লেখাগুলি পাঠকের মনের সেই কৌতূহলের নিরসন করবে। সেই সঙ্গে QR Code এর সাহায্যে বইয়ের পাতা থেকে পাঠকের স্মার্টফোনের মাধ্যমে সরাসরি আলোচিত গানটি শুনে নেওয়া ‘রবীন্দ্রগানের অন্তরালে’ বইটির অভিনব বৈশিষ্ট্য।
Reviews
There are no reviews yet.